এক
মনটা যেন ময়ূর, সে-ময়ূর পেখম তুলে নাচছে।
এই উল−াস আর পুলক অকারণ নয়। দীর্ঘ বহু বছর শিকল
ভাঙার পরম যে আকাক্সক্ষাটি সুপ্ত ছিল অন্তরে, সেটি এতদিনে পূরণ
করতে পেরেছে সে, নিজেকে তাই নোঙর ছেঁড়া তরী বা সুতো
কাটা ঘুড়ির মত লাগছে, পুরোপুরি ‘লক্ষ্মীছাড়া হতে পেরেছি’ ভেবে
আনন্দে আত্মহারা। লক্ষ্মীছাড়া হওয়া নিষিদ্ধ, কিন্তু নিষেধের বেড়া
ভাঙতেই তো রোমাঞ্চ।
লক্ষ্মীছাড়া মাসুদ রানা এখন নিজেকে নিয়ে কি করবে তাই
ভেবে দিশেহারা।
ইচ্ছা জাগলেও, কাঁচাপাকা দুই ভুরুর নিচে তীক্ষè দুটি চোখের
সজাগ, সতর্ক দৃষ্টি যে ওকে সারাক্ষণ নজরবন্দী করে রাখে, তা
থেকে নিজেকে আড়াল করা কিছুতেই সম্ভব নয়Ñযেখানেই যাক ও,
যত দূরেই যাক, কঠিন-কোমল একজোড়া চোখ ওকে অনুক্ষণ যেন
অনুসরণ করে বেড়ায়, ছুটিতে থাকলেও বলে যেতে হয় কোথায়
যাচ্ছে বা কোথায় ওকে পাওয়া যাবে। সেই অলঙ্ঘনীয় নিয়ম
ভেঙেছে ও, ভেঙেছে পিতৃপ্রতিম প্রবাদপুরুষটির মুহূর্তের দুর্বলতা
বা অসাবধানতার সুযোগে।
মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) রাহাত খানের নির্দেশেই
মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। রুটিন চেক-আপ ধরে নিয়ে
Download This Book From Here